দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ৩টি গ্রামের ৩ শতাধিক হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

গ্রামগুলো হচ্ছে, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর, মুসলিমপুর ও হুরারকান্দা গ্রাম।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্দ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে হতদরিদ্র ৩ শতাধিক শিশু, মহিলা, ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন, চক্ষু ও ডায়াবেটিস রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়।

পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মো. মজিবুল হকের সার্বিক পরিচালনায় দিন ব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, সুনামগঞ্জ মা ও শিশু কল্যান কেন্দ্রের সহকারী সার্জন ডা. মো. মফিজুল ইসলাম, সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম, মেডিকেল অফিসার ডা. শাকুর মাহমুদ। তাদের সহযোগিতা করেন, স্বাস্থ্য সহকারী সুলতান মাহমুদ।

এসময় ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর সুনামগঞ্জ সদর ব্রাঞ্চ ম্যানেজার মো. জাকির হোসেন, ব্রাঞ্চ অফিসার শফিকুুল ইসলাম, এসডিও মোঃ আলমগীর হোসেন ও জুয়েল আহম্মেদ।

উল্লেখ্য, এর আগে এ এলাকায় একইভাবে ১০টি চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেন সংস্থাটি।

x