সুনামগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
সুনামগঞ্জ: সুনামগঞ্জে ট্রাক চাপায় ফারহানা বেগম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের সুন্দর আলীর মেয়ে।
পুলিশ জানায়, বিকেলে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় রাস্তা পার হচ্ছিলো ফারহানা। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।