সুনামগঞ্জে রেডক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে আড়াইশত দুঃস্থ পরিবারে কম্বল বিতরণ করেছে জেলা রেডক্রিসেন্ট সোসাইটি।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কালিবাড়িস্থ কার্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।

এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভপাতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীর মতিউর রহমান, এইচএসবিসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সুমনুজ্জামান প্রমুখ।

জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীর মতিউর রহমান জানান, প্রতিটি পরিবারে দু’টি করে আড়াইশত পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

x