সুনামগঞ্জে ডাক্তার লেইছ বৃত্তি প্রদান

সুনামগঞ্জ: সুনামগঞ্জের প্রথম মুসলিম চিকিৎসক ডা. এম.এ. লেইছ এর নামে শিক্ষার্থীদের উৎসাহ বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ডা. এম.এ. লেইছ ট্রাস্টের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

ডা. লেইছের কন্যা কবি রুনা লেইছের পরিচালনায় মধ্যে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক পরিমল কান্তি দে, ট্রাস্টের চেয়ারম্যান ও ডা. লেইছের জ্যেষ্ঠ ছেলে অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেশ প্রমুখ।

পরে কে.বি. মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৪ সালে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণদের প্রথম থেকে দশ নম্বর শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

x