সোমবার সারাদেশে হরতাল
ঢাকা: ২৭ ডিসেম্বর গাজিপুরে বিএনপির সমাবেশ করতে না দেয়া এবং ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ডাক দেন।
এর আগে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি হরতালের ডাক দেন।
এ সময় মির্জা ফখরুল নিহত শিশু জিহাদের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বক্তব্য দুর্ভাগ্যজনক। তার এই কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জাতিকে হতাশ করেছে।
মির্জা ফখরুল শিশু জিহাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।