তারেকের শাস্তির দাবিতে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিক্ষোভ
সুনামগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পের্কে তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে ও তারেকের শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ।
শনিবার দুপুর দেড়টায় শহরের উকিলপাড়া থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ করে।
জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরীর পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক গৌতম বনিক, জেলা বঙ্গন্ধুর সৈনিক লীগের সহসভাপতি এহিয়া খান, যুগ্ম সম্পাদক মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জহুর মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুব্রত দাস প্রমুখ।
সমাবশে বক্তারা অভিলম্বে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।