আসুন সুনামগঞ্জকে পরিষ্কার করি
সুনামগঞ্জ: ‘নতুন বছরের উপহার হবে পরিচ্ছন্ন শহর। আমরা সুনামগঞ্জকে পরিষ্কার করতে চাই।’ -এ ভাবনা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে একটি ইভেন্ট, যার শিরোনাম ‘আসুন সুনামগঞ্জকে পরিষ্কার করি, নতুন বছরের উপহার হোক পরিচ্ছন্ন শহর’।
আগামী ৩১ ডিসেম্বর বুধবার সুনামগঞ্জে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
না, কোন বাণিজ্যিক প্রচারণা নয়। কোন প্রতিষ্ঠানের প্রচার-প্রসারের কার্যক্রম নয়, এই অভিযানের উদ্যোক্তা কেবল কয়েকজন তরুণ।
ফেসবুকের মাধ্যমেই সমন্বয় করা হচ্ছে এ কার্যক্রমের।
ফেসবুকে খোলা ইভেন্টটির লিংক- facebook.com/events/662988597143808 ।
ইভেন্টে যোগ দিয়ে এ কার্যক্রমে সম্পৃক্ত হোন। আর, বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ০১৬৭৭০৩১০৩৩ নম্বরে। ফোন করে বলবেন, ‘আমি পরিষ্কার শহর চাই’!
এই কার্যক্রমের সাথে আছে সুনামগঞ্জ মিরর ডটকম! জানতে ও দেখতে চোখ রাখুন।