জেএসসি-জেডিসির পাসের হার ৯০.৪১ শতাংশ

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার গড় পাশের হার ৯০ দশমিক ৪১ শতাংশ।

মঙ্গলবার সকাল ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করেন। এ বছর জেএসসিতে পাসের হার ৮৯ দশমিক ৮৫। জেডিসিতে পাসের হার ৯৩ দশমিক ৫০। জেএসসি ও জেডিসিতে মোট জিপিএ ৫ পেয়েছে এক লক্ষ ৫৬ হাজার ২৩৫ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) জেএসসি-জেডিসির ফল পাওয়া যাবে।

এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের ডাকা হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়। এ কারণে ১৮ নভেম্বর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা ২০ নভেম্বর শেষ হয়। এ বছর প্রায় ২১ লাখ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়।

x