বুধ ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল
ঢাকা: বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর এর প্রতিবাদে এই কর্মসূচি দিল জামায়াত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার দুপুরে এই রায়ে আজাহারুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়। এরই প্রতিবাদে দলের পক্ষ থেকে এই হরতাল ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছে দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্র।