সুনামগঞ্জে জেএসসিতে পাশের হার ৮৯.৪২ শতাংশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার গড় পাশের হার ৮৯ দশমিক ৪২ শতাংশ।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
জেলায় জেএসসি ও জেডিসিতে মোট জিপিএ ৫ পেয়েছে ৩৮১ জন।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) জেএসসি-জেডিসির ফল পাওয়া যাবে।