নতুন বছরের উপহার হোক পরিচ্ছন্ন শহর

সুনামগঞ্জ: ‘আসুন সুনামগঞ্জকে পরিষ্কার করি, নতুন বছরের উপহার হোক পরিচ্ছন্ন শহর’- এ শ্লোগানকে সামনে রেখে একদল তরুণের উদ্যোগে সুনামগঞ্জে ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চলে, পরে বিকাল ৪টায় সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা।

আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শফিকুল আলম।

আইয়ুব বখত জগলুল বলেন, ‘একদল তরুণ-তরুণী এমন কাজে এগিয়ে এসেছে দেখে আমি খুবই আনন্দিত। সুনামগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলতে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।’

ডা. সৈয়দ মোনাওয়ার আলী বলেন, ‘কেবল পৌরসভার পক্ষে শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার সবাইকে সচেতন হতে হবে। ‘

প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জকে আমরা একটি পরিচ্ছন্ন শহর দেখব, এটা সবাই চাই। পৌরসভার সহযোগিতায় আজকে যে কর্মসূচি অনুষ্ঠিত হল, একে সাধুবাদ জানাই।’

পিপি শফিকুল আলম বলেন, ‘আমি আনন্দিত, নতুন বছরের আগমণ উপলক্ষে আমাদের ছেলে-মেয়েরা আজ যা করেছে তা অনুকরণীয়, আমরা সবাই নিজের শহরকে পরিষ্কার রাখতে সচেষ্ট হবো।’

ফারজিয়া হক ফারিন ও রাকিবা ইসলাম ঐশীর যৌথ সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচ্ছন্নতা কর্মসূচির অন্যতম উদ্যোক্তা সৈয়দ তাওসিফ মোনাওয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক মাসুম হেলাল ও উদ্যোক্তাদের অন্যতম বজলুর রহমান।

উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় সকাল ১০টায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। শহরের ট্রাফিক পয়েন্ট, ফলবাজার, মধ্যবাজার, পশ্চিমবাজার এলাকার সড়কের ময়লা-আবর্জনা ও কাঁদামাটি পরিষ্কার করেন তরুণরা। এ কর্মসূচি চলে বিকাল ৩টা পর্যন্ত।

পরিচ্ছন্নতা অভিযানের অন্য উদ্যোক্তারা হলেন, আল-মামুন, সোহাগ ইসলাম, সৈয়দা সামিহা ইসলাম, ফাহমিদুর রহমান সাকিব, বজলুর রহমান, ফাহমিদ পান্না, সাব্বির হোসেন, শাহরিয়ার শোভন, জেন্সি, তাজকিয়া হক তাজিন প্রমুখ।

x