পরিচ্ছন্ন শহর গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের কয়েকটি ব্যস্ত সড়কের ওপর থেকে ময়লা-আবর্জনা পরিস্কার করে দিলেন একদল উদ্যমী তরুণ। এই কাজটি নগরিকদের জন্য নববর্ষের উপহার হিসেবে আখ্যায়িত করেছেন তারা।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ পৌর এলাকায় এমন একটি ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে।

পৌর মেয়র আইয়ুব বখত জগলুল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নিয়ে তরুণদের এই উদ্যোগে সহযোগিতা করেন।

আয়োজকদের অন্যতম তাওসিফ মোনাওয়ার ও ফারজিয়া হক ফারিন জানান, সকাল ১০টায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। শহরের ট্রাফিক পয়েন্ট, ফলবাজার, মধ্যবাজার, পশ্চিমবাজার এলাকার সড়কের ময়লা-আবর্জনা ও কাঁদামাটি পরিষ্কার করেন তারা।

পরিচ্ছন্নতা অভিযানের অন্য উদ্যোক্তারা হলেন, আল-মামুন, সোহাগ ইসলাম, সৈয়দা সামিহা ইসলাম, বজলুর রহমান, রাকিবা ইসলাম ঐশী, ফাহমিদুর রহমান সাকিব, ফাহমিদ পান্না, সাব্বির হোসেন, সাব্বির হোসেন, শাহরিয়ার শোভন, জেন্সি, তাজকিয়া হক তাজিন প্রমুখ।

x