বিএনপির হরতালে মানুষ সাড়া দেয়নি
ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মানুষ এখন আর হরতাল চায় না। গত সোমবার বিএনপির হরতালে মানুষ সাড়া দেয়নি। এতে বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষালাভ করেছে।
বুধবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী মেলার সচিবালয়ে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, তিনি (মির্জা ফখরুল) বলেছিলেন সরকারি দলের এজেন্টদের পিকেটিংয়ে নোয়াখালীতে শিক্ষিকা মারা গেছেন। যদি তা-ই হয় তাহলে তো তিনিই সরকারি এজেন্ট। কারণ তার নির্দেশেই পিকেটাররা পিকেটিং করেছে।
হরতালে সাড়া না পেয়ে বিএনপি পশ্চাদপসারণ করেছে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি বুঝতে পেরেছে হরতাল দিয়ে কোনো লাভ হবে না। আমরা আশাকরি জানুয়ারিতে শুধু বিএনপি নয় এর অঙ্গসংগঠনগুলোও সহিংস কোনো আন্দোলনের ডাক দেবেনা। তারা আগামী ২০১৯ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করবে।
শেরেবাংলা নগর থেকে কবে বাণিজ্যমেলা সরানো হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, পদ্মার তীরে যে কোনো স্থানে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হবে। এই জন্য সেখানে ভাল জায়গা খোঁজা হচ্ছে। তবে কবে নাগাদ হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর আগামী ৩ বছর পর পূর্বাচলে ৬০ বিঘা জমিতে বাণিজ্যমেলার আয়োজন করা হবে। সেখানে স্থায়ীভাবে বছরজুড়ে বিভিন্ন মেলা চলবে।
পূর্বাচলে বাণিজ্যমেলা সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য চীন ২৭০ কোটি টাকা দিবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে চীন সরকারের সাথে আলোচনা হয়েছে। এ বিষয়ে বহিঃসম্পদ বিভাগ (ইআরডি) চীনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বাণিজ্যমেলায় প্রতিবছরই খাবারের দাম বেশি রাখা হয়। এবারও সে রকম হবে কি-না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, খাবারের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। কেউ অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েত উল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।