আনুষ্ঠানিক পথচলার একবছর

সুনামগঞ্জের প্রথম ইন্টারনেট সংবাদপত্র ‘সুনামগঞ্জ মিরর’ এর আনুষ্ঠানিক পথচলার একবছর পূর্তি হল আজ।

আজ ১ জানুয়ারি, ২০১৫।

গেল বছরের ১ জানুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মুক্তমঞ্চে এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জ মিররের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। সেসময় তাঁর সঙ্গে ছিলেন শহরের ক’জন গণ্যমান্য ব্যক্তি।

শুরু থেকেই সঠিক ও বস্ত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় অটুট থেকেছে সুনামগঞ্জ মিরর। এই একবছরে অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক প্রাপ্তি। পাঠকরা দিয়েছেন ভালোবাসা।

এই মাইলফলকে পৌঁছে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, আমাদের তিন উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, অধ্যক্ষ শেরগুল আহমদ ও সাংস্কৃতিক সংগঠক অমিয়াংশু চৌধুরী অলকের প্রতি। তাঁরা সবসময় আমাদের দিকনির্দেশনা দিয়েছেন এবং দিচ্ছেন।

ধন্যবাদ জানাচ্ছি, চীফ এডিটর শাহজাহান চৌধুরীকে। ধন্যবাদ জানাই ওয়েব মাস্টার শাহরিয়ার শোভনকে।

কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের প্রিয় পাঠকদের প্রতি। আমাদের শুভাকাঙ্ক্ষী, সংবাদদাতা ও বিজ্ঞাপনদাতাদের প্রতিও রইলো অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের যাত্রা অব্যাহত থাকবে, এবং সবাই আমাদের সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রইলো। একইসাথে সবাইকে নতুন বছরেরও শুভেচ্ছা।

x