সুনামগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সুনামগঞ্জ: সুনামগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কাইয়ুমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
কাইয়ুম সুনামগঞ্জ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত সোনাফল আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০১১ সালে কাইয়ুমের স্ত্রী সুনামগঞ্জের একটি আদালতে তার বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। কিছুদিন আগে এ মামলায় আদালত আব্দুল কাইয়ুমকে দোষী সাব্যস্ত করে দেড় বছরের কারাদণ্ড দেন। সেই থেকে কাইয়ুম পলাতক ছিল।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।