বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুনামগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ছাত্রদলের বিবদমান ৩টি গ্রুপ ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে নূরুল গ্রুপ এক বিশাল র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুল, যুগ্ম-আহ্বায়ক শামছুজ্জামান, কামরুল ইসলাম রাজু, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের প্রমুখ।
এর আগে, সকালে পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওয়াকিফুর রহমান গিলমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদের আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, বিএনপি নেতা অ্যাডভোকেট শেরে নূর আলী প্রমুখ।
জেলা ছাত্রদলের আমিন-শফিক গ্রুপ শহরের মধ্যবাজার থেকে প্রতিষ্ঠা বাষির্কীর র্যালি বের করে। র্যালিটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ময়না মিয়ার পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সভাপতি আ.ত.ম. মিসবাহ, বিএনপি নেতা নূর হোসেন, নজরুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি শেরগুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাক আহমদ, বিএনপি নেতা মাছুম আহমদ তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, ইকবাল হোসেন প্রমুখ। পরে প্রতিষ্ঠবর্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।
এরপর পরই জেলা ছাত্রদলের শফিক গ্রুপ শহরের কাজির পয়েন্টস্থ লতিফা কমিউনিটি সেন্টারে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওয়াকিফুর রহমান গিলমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নেমান প্রমুখ। পরে শফিকুল হক শফিকের নেতৃত্বে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।