নারীনেত্রী শীলা রায় অসুস্থ
সুনামগঞ্জ: সুনামগঞ্জ মহিলা পরিষদের সভানেত্রী, সাবেক সংসদ কমরেড বরুণ রায়ের স্ত্রী শীলা রায় অসুস্থ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহিলা পরিষদের কার্যালয়ে এক সভায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত শহরের কাজীর পয়েণ্টস্থ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ মোনাওয়ার আলী সন্ধ্যায় সুনামগঞ্জ মিররকে জানান, ‘শীলা রায় বয়স্ক, এই বয়সে বার্ধ্যক্যজনিত অনেক রোগ দেখা দেয়। তবে বয়স্ক হলেও অন্যদের তুলনায় অনেক প্রাণবন্ত। চিকিৎসা গ্রহণের পর তিনি ভালবোধ করছেন।’
দুপুরে শীলা রায়কে দেখতে জেনারেল হাসপাতালে আসেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল। সন্ধ্যায় আসেন মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) হেলাল, কর্ণেল (অব.) রউফ বীরবিক্রম, সালেহ চৌধুরী, বজলুল মজিদ চৌধুরী খসরুসহ বিশিষ্টজনেরা।