কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভা
সুনামগঞ্জ: বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠত হয়েছে।
শুক্রবার সকালে পৌর কলেজ শিক্ষক মিলনাতয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় বিভিন্ন বেসরকারী কলেজের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সভায় বেসরকারী কলেজ শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
নবম পে কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনে এমপিও ভুক্ত শিক্ষকদের ছয় মাস পরে নতুন স্কেলে অন্তর্ভুক্ত করার সুপারিশকে কঠোর ভাবে নিন্দা জানানো হয়।
শিক্ষকদের অবসর এর বয়স ৬৫ তে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে কোটা প্রথা বাতিল, আবেদনের প্রেক্ষিতে দ্রুত অবসর সুবিধা প্রদান, শতভাগ উৎসব ভাতা ও সরকারী চাকুরিজীবীদের সমান বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্যে বর্তমান সরকাররের প্রতি জোর দাবী জানান শিক্ষকেরা। দাবী আদায়ে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রভাষক চিত্ত রঞ্জন তালুকদার ও সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন। উপস্থিত ছলেন শুভংকর তালুকদার, মশিউর রহমান প্রমুখ।