বন্দিদশার নামে নাটক করছেন খালেদা
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া বন্দিদশার নামে অভিনয় করে চলেছেন। তিনি বলেন, নাটক চলছে। টিভিতেও তো নাটক দেখায়, সেরকম। সবাই একজন অভিনেত্রীকে মিস করছেন।
ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই ভদ্রমহিলা কেন অফিসে কাজ করছেন আর বলছেন যে, তাকে বন্দি করে রাখা হয়েছে? অথচ আগে থেকেই সেখানে থাকার সব ব্যবস্থা করে রাখা হয়েছে।
তাছাড়া তিনি কয়েকদিন আগে নিরাপত্তা বাড়াতে সরকারকে চিঠি দিয়েছেন। অথচ যখন নিরাপত্তা বাড়ালাম, তখনই এটা নিয়ে কথা হচ্ছে।
খালেদার উদ্দেশ্যে তিনি বলেন, বহু নাটক করেছেন। এসব মানুষ জানে। এবার এগুলো বন্ধ করেন।
শেখ হাসিনা প্রশ্ন করেন, যে নেত্রী নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন, তিনি কিভাবে মানুষ হত্যা করে নির্বাচিত সরকারের পতন ঘটাবেন?