আমাকে নাকি বন্দি করা হয়নি

খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার বলছে আমাকে বন্দি করাহয়নি।আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি আমাকে তাহলে কেন বের হতে দেওয়া হচ্ছেনা।

সোমবার বিকেল পৌনে ৫টার কিছু আগে তিনি এ সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রাখেন।
শুধু আমি নই গোটা দেশ অবরুদ্ধ হয়ে পড়েছে, এ কথাও বলেন খালেদা জিয়া।

গুলশানে নিজ কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে বের হতে না পেরে প্রায় ৫০ মিনিট গাড়িতে বসে থাকার পর এবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন তিনি।
‍এর আগে বিকেল পৌনে ৪টার দিকে খালেদা জিয়া সমাবেশে যোগ দিতে অফিসের বাইরে যাবার জন্য তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন। এসময় তার সঙ্গে কালো পতাকা হতে বেশ কয়েকজন নারী নেত্রী উপস্থিত ছিলেন।

বাইরে বের হওয়ারজন্য বারবার হর্ন দেওয়া হলেও পুলিশ তালাবদ্ধ গেট খুলে দেওয়া হয়নি। একপর্যায়ে নেতা-কর্মীরা গেট ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে পিপার স্প্রে করাহয়।

বাইরে বের হতে না পেরে ৪টার কিছু পরে হ্যান্ডমাইকে কথা বলেন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি সবাইকে শামিল হতে বলেছেন। তিনি বলেছেন, আন্দোলন চলবে। দেশনেত্রীর যাত্রাপথে সবাইকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

x