সুনামগঞ্জে বিশেষ অভিযানে আটক ৬৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে।

রোববার (০৪ জানুয়ারি) দিনগত রাত থেকে সোমবার (০৫ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত জেলার ১২টি থানায় এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ৩২ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও পলাতক আসামি। অন্য ৩২ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

বিএনপি-জামায়াতের আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ সদর থানায় ৫ জন, দোয়ারাবাজার থানায় ৩, তাহিরপুর থানায় ৩, বিশ্বম্ভরপুরে ২, জগন্নাথপুরে ৭, শাল্লায় ২, ধর্মফাশায় ৩, মধ্যনগরে ২ ও জামালগঞ্জে ৫ জন রয়েছে। প্রত্যেককে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

x