নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটে আ’লীগের সমাবেশ, বিএনপির মিছিল

সিলেট: মহানগর পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেট নগরীতে সংক্ষিপ্ত সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল।

সোমবার (০৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবক দল ও দুপুর ১২টার দিকে মহানগর আ’লীগএসব কর্মসূচী পালনকরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট সামসুজ্জমান জামানের নেতৃত্বে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বন্দরবাজারএলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বন্দরবাজার থেকে শুরু হয়ে মহাজনপট্টিতে গিয়ে শেষ হয়। তবে পুলিশ আসার আগেই তারা দ্রুত সটকে পড়ে।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে বন্দর বাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর আ’লীগ।

নগর আ’লীগসভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। সঙ্গে ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদকআসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী প্রমুখ।

দুপুর ১২টায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন কামরান। বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের বাসায় চলে যাওয়ার নির্দেশ দেন।

এর আগে সকাল১০টার দিকে নগরীর কাজিটুলা এলাকায় ঝটিকা মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিবির কর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
মেট্রো আইনের ২৮, ২৯, ৩০ ও ৩১ ধারা বলে ০৫ জানুয়ারি সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট নগরীতে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করাহয়।

x