সুনামগঞ্জে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক
সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রাজুসহ ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটকরা অন্যান্যরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা ত্বোহা, ছাত্রদল কর্মী আপন (২৫), শান্ত (২৮) ও আরিফ (২৯)।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, দুপুরে বিএনপি ও আওয়ামী লীগ এবং ছাত্রদল ও ছাত্রলীগের দু’দফা সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।