আন্তর্জাতিক গণমাধ্যমে ৫ জানুয়ারির সহিংসতা

ঢাকা: বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে ৫ জানুয়ারি দেশজুড়ে সহিংসতা ও খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার খবর বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে খুব গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। বিবিসি, আলজাজিরা, ডন, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, এপি, নিউজ এবিসি, টাইসম অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি এবং এএফপি,উল্লেখযোগ্য।

যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম ‘বাংলাদেশের বিরোধীনেতা জিয়ার অবরোধের ঘোষণা’। তাছড়া সরকার সমর্থক ও পুলিশের সঙ্গে ৪ কর্মী নিহত হওয়ার পর বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া তার নেতা-কর্মীদের অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন বলে প্রকাশ করে বিবিসি। সড়ক, রেল ও নদীপথ বন্ধ করে দেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, বিতর্কিত ও সহিংসতাপূর্ণ জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত ও কয়েক ডজন জন লোক আহত হওয়ার পর বাংলাদেশ এখন খাদের কিনারে। সহিংসতার আশঙ্কায় রাজধানী ঢাকা ছিল একেবারে ফাঁকা।

তাছাড়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খুবই গুরুত্ব সহকারে খবরটির শিরোনাম করেছে, ‘বাংলাদেশ রাইভেলস ট্রেড ব্লেম এমিড প্রটেস্ট’। খবরে বলা হয়, বিতর্কিত নির্বাচনের বছরপূর্তি উপলক্ষে বাংলোদেশের বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছেন, শেখ হাসিনা বলপ্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে না পারে সে জন্য শনিবার থেকে খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। বালুর ট্রাক ও পুলিশের নানা গাড়ি দিয়ে তার কার্যালয়ের আশপাশ বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার সারাদেশে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে বিএনপি ও এর জোটের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ৬ নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের বছরপূর্তি উপলক্ষে সহিংসতায় ২ জন নিহত হয়েছে। দিনটিতে দেশজুড়ে সহিংসতা চলেছে। নতুন করে অবরোধের ডাক দিয়ে দেশটির বিরোধী দল বিএনপি।

ভারতীয় ইংরেজি গণমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণে বলা হয়, বাংলাদেশের বিতর্কিত জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে দেশটির বিরোধী নেত্রী খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রখেছে। ট্রাক ও পুলিশের ভ্যান দিয়ে তার বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। এই অবস্থায় দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছেন তিনি। টাইসম অব ইন্ডিয়াসহ ভারতের সব সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ।

ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বাংলদেশে বিতর্কিত নির্বাচনের এক বছর পূর্তিতে দেশজুড়ে সহিংসতার পর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন দেশটির বিরোধী নেত্রী খালেদা জিয়া।

পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ডন জানায়, বাংলাদেশের বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে দেশটির বিরোধী নেত্রী তার কার্যালয়ে অবরুদ্ধ থাকা স্বত্ত্বেও সরকারবিরোধী বিক্ষোভ জোরদার ও অবরোধের ডাক দিয়েছেন। হাসিনা সরকারের পতন না হওয়ার পর্যন্ত ‘গণতন্ত্র হত্যা’ নামের কর্মর্সূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

x