সুনামগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে দুস্ত শীতার্তদরে মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের পুরাতন বাসস্টেন্ড এলাকায় ব্যাংকের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল।

এসময় অ্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. জাহেদ হোসেইন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন প্রমুখ।

ব্যবস্থাপক জাহিদ হোসেইন জানান, তিনশ’ শীতার্ত নারী ও পুরুষের মধ্যে একশ’ কম্বল ও দুইশ’ চাদর বিতরণ করা হয়েছে।

x