নিখোঁজ বিমানের পেছনের অংশের সন্ধান

ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা সাগরে এয়ারএশিয়ার নিখোঁজ বিমানফ্লাইট কিউজেড৮৫০১-এর লেজের (পেছনের অংশ) সন্ধান পাওয়াগেছে। ইন্দোনেশিয়ার জার্কাতায় দেশটির অনুসন্ধান দলের প্রধান বামবাং সোয়েলিস্টয় এ কথা জানিয়েছেন।
বুধবার বিবিসি অনলাইনএ খবরনিশ্চিত করেছে।

খবরে বলাহয়, ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে গত ২৮ ডিসেম্বর ১৬২ জন যাত্রী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয় এয়ার এশিয়ার বিমানটি।

এদিকে বামবেং সোয়েলিস্টয় সাংবাদিকদের বলেন, আমরা এয়ার এশিয়ার বিমানটির পেছনের অংশের সন্ধান পেয়েছি, যা আমাদের আজকের প্রধান লক্ষ্য ছিল।

বিমানটির দুঘর্টনার কারণ অনুসন্ধানে এই পেছনের অংশ বা লেজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিমানের পেছনের অংশে ‘ব্ল্যাক বক্স’ ও ‘তথ্য রেকর্ড’ যন্ত্র থাকে, যাথেকে অনুসন্ধানকারীরা দুর্ঘটনার কারণজানতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

সোয়েলিস্টয় বলেন, যন্ত্র ও ডুবুরিদের সহায়তায় জাভাসাগরের তলদেশে বিমানটির লেজের অংশের সন্ধান পাওয়া গেছে। এখন পর্যন্ত এটাই সন্ধান পাওয়া উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ। তবে কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।

এখন পর্যন্ত বিমানটির ৪০ আরোহীর মরদেহ উদ্ধর করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। অধিকাংশ আরোহী এখনও প্লেনের ভেতরে আটকে আছে বলে ধারণা করছে অনুসন্ধান কর্তৃপক্ষ। অন্যদিকে বিমানটি উদ্ধারে আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারীদলের ৩০টিরওবেশি জাহাজ অংশ নিয়েছে।

এক টুইটারবার্তায় এয়ারএশিয়ার প্রধান নির্বাহী টনিফার্নান্দেজ লেখেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই বিমানটির পেছনের অংশের সন্ধান পাওয়া গেছে।

প্রসঙ্গত, বিমানটির ১৬২ জন আরোহী মধ্যে ১৪৯ জন যাত্রীই ইন্দোনেশিয়ান।

x