দিরাইয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ২০১৪-২০১৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দিরাই পৌর শহরের বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ ফাইনাল খেলা চলে।

এ ফাইনাল খেলা সিপি রয়েলস স্পোর্ট ক্লাব ও টাইগার স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।

১৬ ওভারের এ খেলায় টসে জিতে প্রথম ব্যাটিং করে টাইগার স্পোটিং ক্লাব।

টাইগার স্পোটিং ক্লাব ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে। বিপরীতে সিপিরয়েল ক্লাব ৯ ওভারে ৭৩ রান করে অলআউট হয়।

এ ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন, দিরাই পৌরসভার কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন দিরাই পৌর মেযর আজিজুর রহমান বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ ঠইল মিয়া, যুগ্ম সম্পাদক মোশারফ মিয়া, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, আব্দুল মান্নান প্রমুখ।

x