দক্ষিণ সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি
সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জের আখতারপাড়া মিনাবাজারের নূরজাহান লাকরী মিলে অগ্নিকান্ডে ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
বুধবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ আখতারপাড়া পাড়া মিনা বাজরের নূরজাহান লাকরী মিলে আগুন দাউদাউ করে জ্বলছে। এসময় স্থানীয়রা সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিলের মালিক আশরাফ আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকান্ডে মিলের প্রায় ৩ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।