দিরাই ও ছাতকে অবরোধ

সুনামগঞ্জ: ২০দলীয় জোটের ডাকা দ্বিতীয় দিনের অবরোধ সুনামগঞ্জের দিরাই ও ছাতকে চলছে।

বুধবার (০৭ জানুয়ারি) সকাল থেকে দিরাই-মদনপুর সড়কের আনেয়ারপুর এলাকায় এবং সুনামগঞ্জ-সিলেট সড়কে গোবিন্দগঞ্জ এলাকায় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচি পালান করে।

সকাল থেকে দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর নেতৃত্বে দিরাই-মদনপুর সড়কের আনোয়ারপুর এলাকায় অবরোধ করে রাখে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা।

এসময় সড়কের উভয়পাশের যানবাহন অটকে পড়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

দুপুর সাড়ে ১২টায় অবরুদ্ধ এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, দিরাই পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, বিএনপি নেতা মানিক তালুকদার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরদার, উপজেলা কুষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজিব রশিদ চৌধুরী প্রমুখ।

অপরদিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা। এসময় সড়কের উভায় পাশে শতাধিক যানবাহন আটকা পরে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ দু’টি সড়কের অবরোধ কর্মসূচি চলছে।

এদিকে সুনামগঞ্জ শহরে র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিব টহল দিচ্ছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, সুনামগঞ্জে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত জেলার ১২টি থানার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

x