দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ আটক ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়াসহ বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কের উপজেলার আনোয়ারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আটক অন্য দুই নেতা হলেন- বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ও বিএনপি নেতা রুহুল আমিন।

পুলিশ জানায়, দিরাই-মদনপুর সড়কের দিরাই উপজেলার আনোয়ারপুর এলাকায় অবরোধ কর্মসূচি পালনকালে যানবাহন চলাচালে বাঁধা দিচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপির তিন নেতাকে আটক করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে তাদের আটক করা হয়েছে।

x