পৌরসভার কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবী

সুনামগঞ্জ: চাকুরি জাতীয়করণের দাবী জানিয়ে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার দুপুর ১টায় পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা জাপা নেতা মনির উদ্দিন, পৌর কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পৌরসভার সহকারি প্রকৌশলী কালী কৃষ্ণ পাল সুনামগঞ্জ মিররকে জানান, সভায় সাংসদের মাধ্যমে সরকারের কাছে চাকুরি সরকারিকরণের দাবী জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

x