শহরে ছাত্রদলের বিক্ষোভ, ভাঙচুর

সুনামগঞ্জ : সুনামগঞ্জে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাররুল ইসলাম রাজু সহ ৫ নেতাকর্মীর মুক্তির দাবিতে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা ছাত্রদল এ বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে ছাত্রদলকর্মীরা উত্তেজিত হয়ে আশপাশে ভাঙচুর চালায়।

এসময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ১৫টি লেগুনা, বাটা ও বাটারফ্লাই এলজি’র শো-রুম এর কাঁচ ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই ছাত্রলীগকর্মীরা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ট্রাফিক পয়েন্ট থেকে পুরাতন বাসস্ট্যান্ডে ঘুরে পুনরায় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ, সহসভাপতি সুব্রত সরকার, মোশারফ হোসেন ইমন প্রমুখ।

এদিকে পুলিশের দাবি, কোনরকম উসকানি ছাড়াই ছাত্রদলকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

অপরদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুল দাবি করেন, ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে ছাত্রদল কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। তিনি আরো বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে ছাত্রদলের ২০জন নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা তাৎক্ষণিকভাবে টিয়ার শেল ও রাবার বুলেটের পরিমাণ জানাতে পারেন নি।

x