নিখোঁজ বিমানের সংকেত পাওয়া গেছে

ঢাকা: জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়া বিমানের ব্ল্যাকবক্সের পিং সংকেত শোনা গেছে।

শুক্রবার ইন্দোনেশিয়া উদ্ধারকারী দল এ তথ্য জানান। খবর রয়টার্সের।

বলা হচ্ছে, পিং সংকেত শোনার পর সেখানে ডুবুরি নামিয়ে তল্লাসি অভিযান চালানো হবে। হয়তবিমানটির ব্ল্যাকবক্স থেকে এই পিং সংকেত আসছে।
তল্লাসি অভিযান চালানো ইন্দোনেশীয় উদ্ধারকারী দল একথা বলছে।

এর আগে জাভা সাগরে এয়ারএশিয়ার বিমানের লেজের অংশের সন্ধান পায় উদ্ধারকারী দল। মনে করা হচ্ছিলো বিমানের ব্ল্যাকবক্স সেখানে থাকবে। কিন্তু উদ্ধারকারী দল বিমানের লেজের অংশে ব্লাকবক্স পায়নি।

এদিকে নিহত বিমানযাত্রীদের আত্মীয়-সজ্জন যাত্রীদের মৃতদেহ উদ্ধার জন্য ইন্দোনেশীয় কর্তৃপক্ষকে তাগাদা দিচ্ছে। কিন্তু উচ্চ গতির বাতাস ও উচ্চ ঢেউয়ে উদ্ধার কাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এ পর্যন্ত ৪৬টি মৃতদেহ জাভাসাগর থেকে উদ্ধার করাহয়েছে। এয়ারএশিয়া বিমানের কেউ বেঁচে নেই। এটা নিশ্চিত হয়েছে জাভা সাগারে উদ্ধার অভিযান চালানো সবগুলো দেশ। এদিকে কয়েকটি মৃতদেহ সনাক্তকরণের পর মৃতের আত্মীয়স্বজনকে সেসব মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর রবিবারএয়ার এশিয়ারফ্লাইট (কিউজেড ৮৫০১) ১৬২ জন যাত্রী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত হয়। বিমানটির অধিকাংশযাত্রী ছিল ইন্দোনেশিয়ার। বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিলো। উড্ডয়নের ৪৫ মিনিট পর বিমানটি তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে।

এরপর বিভিন্ন দেশ বিমানটির খোঁজে জাভা সাগরে তল্লাসি অভিযান চালায়। অবশেষে জাভা সাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায় ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল।

বিমানটি যেখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল, তার ৫ মাইলদূরে পাওয়া যায় বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ। এরপর ঘটনাস্থলের চারপাশ থেকে উদ্ধার হতে থাকে হতভাগ্য যাত্রীদের মালামাল ও নিখোঁজ বিমানের দরজা জানালা প্রভৃতি বস্তু।

x