খালেদার আত্মবিশ্বাসের কাছে সরকারের পরাজয় হয়েছে : মিলন
সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার আন্দোলনের প্রতি আত্মবিশ্বাস দেখে শেখ হাসিনার সরকারের পরাজয় হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে ছাতক বিএনপি’র কার্যালয়ের সামনে পৌর বিএনপি’র সভাপতি সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অবরোধ চলাকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার জনসমর্থন হারিয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করেে রেখেছে। তবুও খালেদা জিয়ার মনোবল ভাংতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা অনিদিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে।
পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান সামছুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, বিএনপি নেতা লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, হাজী রুহুল আমিন, আব্দুল কাবির, মনির উদ্দিন মেম্বার, বাবুল মিয়া মেম্বার, শাহ মইনুল হাসান, সাদ মিয়া, শফিক আলী, স্বেচ্ছাসেবকদলের বাকী বিল্লাহ, বিপন খান, আবুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজ্জামেল হক রুহেল, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, তারেক আহমদ, রাসেল মাহমুদ, কুতুব উদ্দিন, খোকন মিয়া, কামাল উদ্দিন, রাসেল মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, সহ-সভাপতি আরিফ বিল¬াহ, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, ছাত্রদল নেতা সাচ্চা আবেদীন, হোসাইন আহমদ তালুকদার, কামরুজ্জামান রুকন, এমরান আহমদ, কানন আহমদ, ইশতিয়াক আহমদ ঝুমন, ইব্রাহিম খলিল শুভ, মানিক মিয়া, আবিদ হোসেন, রাহেল আহমদ প্রমূখ।