সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ ফোরামের সংবাদ সম্মেলন
সুনামগঞ্জ : বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ ফোরাম সংবাদ সম্মেল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
রোববার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি ও দোয়ারাবজার উপজেলার মান্নারগাও ইপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের আরো মধ্যে বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া, দেয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মো.আমিরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহীদ, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সুন্দর আলী, ইউনিয়ন পরিষদ জেলা অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাহিরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট সবুজ আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান প্রমুখ।
পরে এক মিছিল সহকারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ১০৭-এ উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের পাবলিক সার্ভেন্ট হিসাবে গণ্য না করা হয়েছে।
এ ধারা সংশোধন করে চেয়ারম্যানদের সম্মানজনক পদমর্যাদায় ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, তাদের সম্মানিভাতা বৃদ্ধি করে চেয়ারম্যানদের জন্য ১৫ হাজার টাকা এবং সদস্যদের ৮ হাজার টাকায় উন্নীত করা এবং হাওর বেষ্টিত জেলা বিবেচনায় সুনামগঞ্জ জেলায় সকল প্রকার উন্নয়ন বরাদ্দ বৃদ্ধি করে টিআর, কাবিখা, কাবিটা, এডিপি ও ভূমি হস্তান্তর করের ১% অর্থসহ সকল বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদকে প্রদান করাসহ স্থানীয় আয়ের খাত হাটবাজার, জলমহাল, খেয়াঘাট, শ্যালোঘাট, খাসজমি ইত্যাদি ইজারা দেয়ার ক্ষমতা ইউনিয়ন পরিষদকে অর্পণ করার দাবি জানান ।