মঙ্গলবার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল
সুনামগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং নেতাকর্মীদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের বিলপাড় জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে হরতালের ঘোসণা দেন জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন অহমদ মিলন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা ২০ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, জেলা ২০দলীজোটের যুগ্ম আহ্বায়ক ও জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ গাজিনগরী,যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা আ ত ম মিসবাহ, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী প্রমুখ।