বাংলাদেশ-ভারত তৃতীয় সীমান্তহাটের উদ্বোধন

ফেনী: ফেনীর ছাগলনাইয়ার মুকামিয়া ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তে বাংলাদেশ-ভারতের তৃতীয় সীমান্ত হাটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের ত্রিপুরা রাজ্যোর মুখ্যমন্ত্রী মানিক সরকার যৌথভাবে এ হাটের উদ্বোধন করেন।

হাট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা শীল রমন, বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ, ত্রিপুরার স্থানীয় সংসদ সদস্য জিতেন্দ্র চৌধুরী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারি প্রমুখ।

এর আগে কুড়িগ্রামের বালিয়ামারী সীমান্ত ও সুনামগঞ্জের ডলুরা সীমান্তে হাট চালু রয়েছে। ২০১৩ সালের ৩ নভেম্বর দু’দেশের নীতি নির্ধারকরা সীমান্ত হাট চালুর বিষয়ে একমত হয়।

x