শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ : সুনামগঞ্জে হরতাল বিরোধী মিছিল করেছে জেলা আওয়ামী আইনজীবী পরিষদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামন থেকে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিনের নেতৃত্বে এক হরতাল বিরোধী মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যডভোকেট আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুজরুল ইসলাম শেফু প্রমুখ।

x