বৃহস্পতিবার সারাদেশে হরতাল
ঢাকা: বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় হরতালের ডাক দেয় দলটি।
বিএনপির গুলশানের কার্যালয়ের বিশ্বস্ত সূত্র হরতালের খবরটি গ্ণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার রাত আটটার দিকে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে যান রিয়াজ রহমান। সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর সাড়ে আটটার দিকে বেরিয়ে যান তিনি। এর কিছুক্ষণ পরই তাকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়।
ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে রিয়াজ রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেয়া হয়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। তার কোমর ও উরুতে দু’টি করে মোট চারটি বুলেট বিঁধেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম সাংবাদিকদের বলেন, রাত পৌনে নয়টার দিকে দুর্বৃত্তরা রিয়াজ রহমানকে বহনকারী গাড়িতে আগুন দেয়। এ ঘটনায় তিনি (রিয়াজ রহমান) আহত হন। স্থানীয় লোকজন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।