পড়া হয়েছে চার লক্ষবার

১৪ ডিসেম্বরের প্রথম প্রহর। ঘড়ির কাটায় সাড়ে ১২টা বাজছে। ঠিক এই মুহূর্তটি সুনামগঞ্জ মিরর ডটকমের জন্য একটি মাইলফলক হয়ে থাকলো।

আমাদের মোট পাঠসংখ্যা ছাড়িয়ে গেছে চার লক্ষের বিশাল অঙ্ককে। একইসাথে, ফেসবুকের ফ্যানপেজটিতে যুক্ত হয়েছেন ২৫০০ শুভাকাঙ্খী।

সুনামগঞ্জের প্রথম ইন্টারনেট সংবাদপত্র হিসেবে আমরা পরীক্ষামূলক যাত্রা শুরু করি ২০১৩ সালের ১২ সেপ্টেবর, আর আনুষ্ঠানিক পথচলা শুরু হয় গেলবছরের ১ জানুয়ারী। বর্ণিল এক আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন উদ্যোমে চলতে শুরু করি।

সুনামগঞ্জ মিররের বয়স – প্রায় একবছর তিনমাস।
এই সময়টায় আমাদের অর্জন পাঠকদের ভালোবাসা। আমরা সবাইকে আমাদের পাশে পেয়েছি। ইনশাল্লাহ, সবার সহযোগিতা নিয়েই আমাদের যাত্রা অব্যাহত থাকবে।

রঙিন স্বপ্ন ডানা মেলে দিক।

[সুনামগঞ্জের খবরাখবর জন্য যখন খুশি তখন ভিজিট করুন www.sunamganjmirror.com , আর ফেসবুকে আমাদের ফ্যানপেজ fb.com/sunamganjmirror এ ‘লাইক’ দিয়ে সঙ্গে থাকুন।]

x