সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের
ঢাকা: শুক্রবার এক বিবৃতিতে দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
বিবৃতিতে বাংলাদেশে অব্যাহত সহিংসতার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলাহয়েছে, দেশের বড় দুই রাজনৈতিকদল আলাপ-আলোচনার মাধ্যমে বিবাদ মেটাতে ব্যর্থ হওয়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।
এতে সব রাজনৈতিকদলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয়।
বিশেষ করে, যেভাবে নির্বিচারে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।
এইরাজনৈতিক সংঘাতের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে, তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে তারা।
তারা বলেন, ‘সরকার বা সরকারের বাইরে যারাই এসব ঘটনার পেছনে থাক,আমরা চাইকর্তৃপক্ষ অবিলম্বে এসবের নিরপেক্ষ এবং কার্যকর তদন্তের উদ্যোগ নেবে।’
বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার এবংআটকের ক্ষেত্রে সরকার যেন স্বেচ্ছাচারিতার আশ্রয় না নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া সব পদক্ষেপে যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন না ঘটে সে বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে।