শিশু পরিবারের শিশুদের নিয়ে আনন্দ উৎসব

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের (বালিকা) শিশু ও কিশোরীদের নিয়ে সুনামগঞ্জে আনন্দ উৎসব করেছে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ উৎসব শুরু হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসন জেলা চেম্বার অব কমার্সের সহযোগিতায় সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের একশত শিশু ও কিশোরীদের নিয়ে এ আনন্দ উৎসবের আয়োজন করে।

সকাল ১০টায় স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামন থেকে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে শিশু পরিবারের শিশু কিশোরীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে এসে মিলিত হয়।

শোভাযাত্রায় শিশুদের সঙ্গে অংশ নেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ লতিফুর রহমান রাজু প্রমুখ।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের গান পরিবেশনের মাধ্যমে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে শুরু শিশু কিশোরীদের আনন্দ উৎসব।

উৎসবের এ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্নরকমের খেলা অন্তর্ভুক্ত ছিল।

এ উৎসবে শিশু কিশোরীরা ১২টি ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করে।

পরে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকের নিয়ে শহীদ আবুল হোসেন মিলনায়তনে শিশু কিশোরীরা মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।

x