‘মামলা-হামলা করে সরকার পতন ঠেকাতে পারবে না’
সুনামগঞ্জ : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখে এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর মামলা-হামলা করে সরকারের পতন ঠেকানো যাবে না।
রোববার দুপুরে অবরোধ চলাকালে জাউয়া বাজারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মিজান চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রিয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে এবং বিরোধীদলকে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সূফিয়ানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আলো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবাযক আবু হুরায়রা ছুরত সদস্য কয়েছ মিয়া, হাফিজুর রহমান, আনোয়র হোসেন সাগর, আতিকুর রহমান, উপজেলা বিএনপি নেতা লিলু মিয়া, রশিদ আহমদ, আলতাব আলী, লিয়াছ উদ্দিন, আবিদু রহমান আবিদ, আরব আলী, আলী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, সিলেট মহানগর ছাত্রদল নেতা আলী আমজাদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান মেম্বার, ফজলুর রহমান খান, আলী নুর, হাজী মুশফিকুর রহমান, নুরুল হক, সেলিম আহমদ, আজাদ রব্বানী, লুৎফুর রহমান, ইসলাম মুহাম্মদ ফিরোজ, ফজলু মিয়া, আলী আশকর, আব্দুর রশীদ, কাজী শওকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সৈয়দ মনসুর আলী, সদস্য এসএম মাহমুদ, জিল্লুর রহমান, তাজ উদ্দিন, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা প্রমুখ।