‘গণতন্ত্র পুনরুদ্ধার না করে ঘরে ফিরবো না’
সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অন্দোলন চলবে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত অনিদিষ্টকালে অবরোধ কর্মসূচি চলবে। মিলন দৃড় কণ্ঠে বলেন, বিএনপি ও ২০দলীয় জোট জনগণের অধিকার আদায়ের লক্ষে অন্দোলন করে যাচ্ছে। সকল প্রকার মামলা হামলা উপেক্ষা করে ২০দলীয় জোটের নেতাকর্মীরা নিরলসভাবে অন্দোলনে ঝাপিয়ে পড়েছেন, আমাদের বিজয় সুনিশ্চিত।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোহাম্মদপুর থেকে কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে অবরোধের সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের। মিছিলটি স্থানীয় ট্রাফিক পয়েন্টে যাবার পথে কাজির পয়েন্টে পুলিশ বাধা দিলে সেখানেই তারা সমাবেশে করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল মজিদ, মোনাজ্জির আহমদ, নূরুল আলম, দেয়ারাবাজার উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হারুণ অর রশিদ, এখলাছুর রহমান, জেদ্দা বিএনপি’র সহ-সভাপতি মো. শফিক মিয়া, ছাতক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিক, দেয়ারাবাজার যুবদল নেতা ইসমাইল আলী, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রদল নেতা গাজিউর রহমান, হাবিব মির্জা প্রমুখ।