বুকে গুলি নিতে হলে নেব : নাছির

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধরে ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অন্দোলন ডাক দেওয়ার অগেই বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে সরকার। তাই চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে জনগণের মধ্যে ফিরিয়ে আনতে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যাদি বুকে বন্ধুকের গুলি নিতে হয়, নেব।

সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপি’র বিলপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি’র উদ্যোগে ‘শহীদ রাষ্ট্রপ্রতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন’ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, আমরা এমন এক সময় শহীদ জিয়ার জন্মদিন পালন করছি, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মাজার অবরুদ্ধ। নেতা কর্মীরা অবৈধ সরকারের পুলিশের ভয়ে পালিয়ে বেরাচ্ছেন। গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে রাজপথ উত্তাল।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাই দেশ ও দেশের মানুষকে অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে জেলে যেতে হয় যাবো তবুও গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। দেশের এ সংকট ময় মুহুর্তে নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভূলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালি যাওয়ার আহ্বান জানান।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য আরো রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রেজাউল হক, সদস্য অধ্যক্ষ শেরগুল আহমেদ, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সদস্য আফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লা আল-নোমান, জাহিদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রশিদ আমিন, ময়না মিয়া, ছাত্রনেতা ফরহাদ শাহ প্রমূখ।

পরে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ৭৯তত জন্মবর্ষিকীর কেক কাটেন নাছির উদ্দিন চৌধুরী।

x