সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির চলচ্চিত্র উৎসব

সুনামগঞ্জ: সুনামগঞ্জে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শেখ রফিকুল ইসলাম।

এসময় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার হারুন অর রশীদ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, সুস্থ চলচ্চিত্রের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক প্রভাব পড়ে।

পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, প্রত্যেকটি ভাল চলচ্চিত্রের আলাদা অর্থ আছে। এ অর্থ সঠিকভাবে অনুধাবন করতে পারলে অনেককিছু শেখা যায়।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিজাম আহমেদ, শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল নিতাই।

আলোচনার পর চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়। সত্যজিৎ রায় পরিচালিত ‘গোপী গাইন বাঘা বাইন’ চলচ্চিত্রটি উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।

জেলা কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী সুনামগঞ্জ মিররকে বলেন, ভাল চলচ্চিত্রের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, আগামীকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাষী নজরুল ইসলামের ‘ওরা এগারো জন’ প্রদর্শন করা হবে। উৎসবের শেষদিন প্রদর্শন করা হবে ভারতের জনপ্রিয়তা অর্জন করা চলচ্চিত্র ‘পিকে’।

x