দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সরালিতুপা গ্রামে প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে জালাল উদ্দিন ও প্রতিবেশী গোলাপ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। দুপুরে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। গোলাপ মিয়া একপর্যায়ে জালাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় স্বজনরা জালাল উদ্দিনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।