জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হাই আল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাগণ, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে, সকাল পৌনে ১০টায় অনুষ্ঠিত হয় জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা।

উল্লেখ্য, প্রতিমাসের ১০ জানুয়ারি আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এবার ১০ জানুয়ারি সুনামগঞ্জে বিভাগীয় কমিশনারের অনুষ্ঠান থাকায় সভার তারিখ পেছানো হয়।

x