ষোলঘরে এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জ: শহরের ষোলঘর এলাকায় স্বপন দাস (২৮) নামে এক এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন দাস জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর ইউনিয়নের সুখাইড় গ্রামের চন্টু দাসের ছেলে।
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় প্রতিবেশীরা স্বপনকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোন সারা-শব্দ না পাওয়ায় সুনামগঞ্জ সদর মডেল থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।
স্বপন দাস বেসরকারি উন্নয়ন সংস্থা স্বনির্ভর কো-অপারেটিভ লিমিটেড’র কর্মী হিসেবে ষোলঘর অফিসে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, রাতের কোন এক সময়ে অফিসের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বপন দাস। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
ওসি জানান, ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।