পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পরিচয়পত্র বিতরণ
সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের হাতে ডিজিটাল পরিচয়পত্র তোলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের হাতে পরিচয়পত্র তোলে দেন মেয়র আয়ূব বখত জগলুল।
এসময় তিনি বলেন, ‘সময়মত অফিসে আসা-যাওয়া নিশ্চিত করতে অফস-আদালতে প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করলে সময়মত অফিসে আসা ও যাওয়ার বিষয়টি নিশ্চিত হবে। প্রযুক্তিগত দিক দিয়ে আমরাও এগিয়ে যেতে চাই।’
অফিস চলাকালীন সময়ে কর্মকর্তা-কর্মচারীরা যেন পরিচয়পত্র ব্যবহার করেন, এ নির্দেশ দেন মেয়র আয়ূব বখত জগলুল।